জাতীয়বাংলাদেশলিড নিউজ

সাইপ্রাসে শান্তিরক্ষা মিশনের প্রধান বাংলাদেশি

এ বি এন এ : সাইপ্রাসে শান্তিরক্ষা মিশনের কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন তার নিয়োগ ঘোষণা করেছেন।
বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট জেনারেল কবির নরওয়ের মেজর জেনারেল ক্রিস্টিন লান্ডের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হচ্ছে বলে জাতিসংঘের তথ্য কেন্দ্র জানিয়েছে।
শান্তিরক্ষা মিশনগুলোতে সবচেয়ে বেশি সৈন্য পাঠানো দেশের অন্যতম বাংলাদেশ দীর্ঘদিন কমান্ডিং ভূমিকায় বাংলাদেশিদের নিয়োগ দাবি করে আসছিল।
গত বছর জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে প্রায় সাড়ে নয় হাজার সেনা ও পুলিশ পাঠায় বাংলাদেশ। এটাই ছিল কোনো দেশের সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষী সরবরাহ।

Share this content:

Related Articles

Back to top button