এ বি এন এ : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এবং বাংলাদেশের একটি ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে জানায়, এ বছর সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হবে।
তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা সবধরনের সহযোগিতা পাচ্ছেন।
তারা ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘বিজয়া সম্মিলন’-এ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল ধর্মের মানুষের প্রতি পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান যাতে তারা প্রত্যেকে তাদের নিজেদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।