এ বি এন এ : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাবওয়ের নির্মাণকাজ চলাকালীন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার দেশটির জিওনজি প্রদেশের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা এবিএনএ। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ভূগর্ভস্থের ১৫ মিটার নিচে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ভূগর্ভস্থেই ৪ জন নিহত এবং ১০ আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে তা স্পষ্ট করা হয়নি। এদিকে, নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দেশটির দমকল বাহিনী।