এ বি এন এ : তাইওয়ান ও চীনের মূল ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় মেরান্তি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। স্কুল-কলেজসহ সব ধরণের প্রতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ৩৭০টির বেশি ফ্লাইট। ঝড়ে এখন পর্যন্ত দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাইওয়ানে দক্ষিণাঞ্চলে ঝড়ে প্রায় আড়াই লাখের মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অর্ধশতাব্দীর ইতিহাসে মেরান্তিকে এ অঞ্চলের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বুধবার ভোরে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি দক্ষিণ তাইওয়ানের দিকে এগোতে শুরু করে। এখন ঘূর্ণিঝড়টিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৭০ কিলোমিটার। মেরান্তির মতো প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সর্বশেষ ঘটেছিল ২০১৩ সালে ফিলিপাইনে। আর ১৯৫৯ সালের পর এই প্রথম কোনো প্রলয়ংকরী ঘূর্ণিঝড় তাইওয়ানের এতটা কাছে গেছে। ঘূর্ণিঝড় মেরান্তির প্রভাবে তাইওয়ান ও চীনের উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি এবং প্রবল বাতাস বইছে। তাইওয়ানের জনসংখ্যা দুই কোটি ৩০ লাখ। দ্বীপটির উত্তর ও পশ্চিম দিকেই অধিকাংশ মানুষ বসবাস করেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক অঞ্চলে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে।