চীনে ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত

এবিএনএ: চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে। ১৯০৫ সালের পর ওই অঞ্চলে এত তুষারপাতের রেকর্ড হয়নি বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে। খবরে জানানো হয়, লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে গড়ে ২০ ইঞ্চি তুষারপাত হয়েছে। অসময়ে আগাম শীতের কারণে এই তুষারপাত শুরু হয়। এর ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। তুষারপাতের ফলে পার্শ্ববর্তী অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় একজনের মৃত্যুও হয়েছে। তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ।
অন্যদিকে, ইনার মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীনের ২৭টি এলাকায় তুষারঝড়ের জন্য সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ভারী তুষারপাতের কারণে লিয়াওনিংয়ের যান চলাচল ব্যাহত হয়েছে। সেখানকার বেশির ভাগ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দালিয়ান ও দানডং ছাড়া অন্য এলাকার ট্রেন ও বাস স্টেশন বন্ধ রয়েছে।
এদিকে ওই অঞ্চলে গত কয়েক দিন বিদ্যুৎ সংকট ছিল। বিদ্যুৎ না থাকায় তুষারঝড় কবলিত এলাকাগুলোতে ঘরবাড়ি উষ্ণ রাখা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়লা আমদানি বাড়িয়ে ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ করার মাধ্যমে ঘরবাড়িগুলোকে উষ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দাম কমিয়ে খাদ্য সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
Share this content: