আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৪

এবিএনএ :যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সোমবার হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন। পুলিশ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রায় বিকেল পাঁচটা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। ডেনভার, লেকউডসহ অন্তত চারটি জায়গায় হামলা চালায় ওই বন্দুকধারী।

লেকউড পুলিশের মুখপাত্র জন রোমেরো বলেন, আমাদের এজেন্টদের সঙ্গে ওই হামলাকারীর গুলি বিনিময় হয় এবং হামলাকারী নিহত হয়। ঘটনাস্থলে আমাদের একজন পুলিশ কর্মকর্তা আহত  হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Share this content:

Back to top button