জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডুলার সভাপতি খোকন, সম্পাদক কাজী জয়নাল

এবিএনএ: ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এদিন ৭৩২ জন ভোটারের মধ্যে ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আইন সমিতি ও ডুলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। ডুলার বর্তমান সভাপতি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ১৯৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। সম্পাদক পদে অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। ডুলার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন তুহিন। কমিশনের সদস্য হিসেবে ছিলেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হোসেন লিপু, সেলিনা আক্তার ও মানজুর আল মতিন।

Share this content:

Back to top button