এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। এ ছাড়া আলোচিত-সমালোচিত এই ব্যবসায়ীকে তার পার্টি এখনো কেন সমর্থন দিয়ে যাচ্ছে, সে প্রশ্নও তোলেন ওবামা।
ইরাক যুদ্ধে নিহত এক মার্কিন সেনা কর্মকর্তার বাবা গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের সমালোচনা করেন। এর জবাবে ট্রাম্পও ওই মুসলমান দম্পতির কড়া ভাষায় সমালোচনা করেন। এ ঘটনায় খোদ রিপাবলিকান পার্টির ভেতরেই ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।
ওবামা বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগ্য নন। আমি গত সপ্তাহেও (ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে) একই কথা বলেছিলাম এবং তিনি (ট্রাম্প) এটা প্রমাণ করে যাচ্ছেন। আমাদের দেশের জন্য একটি গোল্ড স্টার পরিবার (দেশের জন্য যুদ্ধে কোনো মার্কিন সেনা নিহত হলে তাদের পরিবারকে এ নামে ডাকা হয়) যে অসাধারণ আত্মত্যাগ করেছে, তিনি (ট্রাম্প) তাদের যেভাবে সমালোচনা করে বক্তব্য রেখেছেন, তাতে দেখা যাচ্ছে তার ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু নেই। আর এর মানে হচ্ছে তিনি এ কাজের জন্য প্রস্তুত নন।’
রিপাবলিকান পার্টির উদ্দেশে ওবামা বলেন, ‘সময় এসেছে একটি প্রান্তসীমায় এসে দাঁড়ানোর, যেখানে দাঁড়িয়ে আপনারা বলুন- যথেষ্ট।’