এ বি এন এ : ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও মন্তব্যের আগুনে পুড়ছে রিপাবলিকান পার্টি। কাউকে ছেড়ে কথা বলছেন না তিনি।
মার্কিন কংগ্রেসের হাউস স্পিকার এবং রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সর্বোচ্চ পদাধিকারী নেতা পল রায়ানকে উপেক্ষা করলেন ট্রাম্প। মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন, পল রায়ানকে তার পুনর্নির্বাচনে সমর্থন করবেন না। তবে পল রায়ানের নির্বাচনী ক্যাম্পেইন থেকে বলা হয়েছে, তারা ট্রাম্পের সমর্থন চাননি।
রিপাবলিকান পার্টির আরেক শীর্ষ নেতা ও প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনকেও সমর্থন না দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। পল রায়ান ও ম্যাককেইনকে উপেক্ষা করার ঘোষণায় রিপাবলিকান শিবিরে ক্ষোভের আগুন জ্বলছে। বিভেদের রেখা আরো বাড়ছে।
আগামী মঙ্গলবার উইসকনসিন রাজ্যের ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে প্রতিনিধি নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রাইমারি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আসন এটি। এ আসনে রিপাবলিকান পার্টি থেকে দলীয় প্রার্থী হতে চান রায়ান। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন এ আসনেও প্রতিনিধি নির্বাচন হবে।
অন্যদিকে আরিজোনা রাজ্যে সিনেটর নির্বাচনও হবে ৮ নভেম্বর। যেখানে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চান ম্যাককেইন। আগামী মঙ্গলবার এখানেও প্রাইমারি অনুষ্ঠিত হবে। কিন্তু ম্যাককেইনকেও সমর্থন দেবেন না ট্রাম্প।
দলের শীর্ষ এ দুই নেতাকে উপেক্ষা করায় রিপাবলিকান পার্টিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্পের কাছ থেকে একে একে সরে যাচ্ছেন অনেক জ্যেষ্ঠ নেতা। কিন্তু তাতে ট্রাম্প মোটেও উদ্বিগ্ন নন। কারো কথা শুনছেন না তিনি।
ইরাক আগ্রাসনের সময় নিহত যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন হুমায়ুন খানের বাবা খিজির খান ও মা গাজালা খানকে নিয়ে সম্প্রতি ট্রাম্পের করা কটূক্তির প্রতিবাদ করেন পল রায়ান এবং ম্যাককেইন। এতে ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। কিন্তু এবার ট্রাম্প তাদের দুজনকেই এক অর্থে প্রত্যাখ্যান করলেন।
রিপাবলিকান পার্টির মধ্যে এ বিভেদ দলের জাতীয় সম্মেলন থেকে স্পষ্ট হয়ে উঠতে থাকে। ম্যাককেইনসহ অনেকে শীর্ষ নেতা সম্মেলনে যোগ দেননি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ২০১২ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমিন, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ এবং জর্জ ডব্লিউ. বুশ।
এদিকে ম্যাককেইনকে সমর্থন না করলেও ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স মঙ্গলবার ম্যাককেইনের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ বৈঠক করেন।
এদিকে উইসকনসিনে প্রতিনিধি নির্বাচনের প্রাইমারিতে পল রায়ানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন পল নেহলেন। হারপার পোলিংয়ের জরিপে দেখা গেছে, নেহলেনের চেয়ে ৫০ পয়েন্টে এগিয়ে আছেন রায়ান। তারপরও ট্রাম্প নেহলেনের প্রশংসা করেছেন।
এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প। ট্রাম্প জবাবে বলেছেন, সম্ভবত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ওবামা।
ট্রাম্পবিরোধী সমালোচনায় এবার শামিল হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেছেন, ট্রাম্প লোকজনের মধ্যে বিতৃষ্ণা ছড়াচ্ছেন।
ট্রাম্পের বক্তব্যে বিতশ্রদ্ধ হয়েছেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। তিনিও খান পরিবার নিয়ে ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ’ বলেছেন।
রিপাবলিকান সমর্থনক ও দাতা মেগ হুইটম্যান এবার ট্রাম্পকে নয়, অনুদান দেবেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে।
এ ছাড়া রিপাবলিকান পার্টির ডজনখানেক নেতা ট্রাম্পকে এরইমধ্যে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন।