আমেরিকা
ট্রাম্পের বিপক্ষে ৫০ রিপাবলিকান বিশেষজ্ঞ

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দলটির ৫০ জন খ্যাতিমান জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ।
গতকাল সোমবার ওই ৫০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ একটি খোলা চিঠিতে সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাম্প অযোগ্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হবেন সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট।
৫০ জনের দলে সিআইএর একজন সাবেক পরিচালকও আছেন।
রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞদের এই দল বলেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতো বৈশিষ্ট্য, মূল্যবোধ ও অভিজ্ঞতার অভাব রয়েছে।
Share this content: