এবিএনএ : আজ সকালে ট্রাফিক উত্তর বিভাগের ডিসি অফিসে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে ডিএমপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সাংবাদিক, পরিবহন মালিক, হোটেল এবং বিভিন্ন সোসাইটির প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন। ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় পিপিএম সকলকে অভ্যর্থনা জানান। ডিসি প্রবীর কুমার রায় বলেন, জঙ্গীবাদ,মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ডিএমপি বলিষ্ট ভূমিকা রেখে চলেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আপনাদেও সহযোগীতা একান্ত কাম্য। যানজট নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা অতীতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেছেন এবং এই ধারা অব্যাহত থাকবে এটাই আমার বিশ^াস। মহাখালী বাস টার্মিনালের সভাপতি আলহাজ¦ আবুল কালাম বলেন,ধন্যবাদহীন ট্রাফিকের কাজ অত্যন্ত কষ্টের। এই আনন্দের সময় আপনাদের সকল সদস্যকে সাথে পেলে আরো খুশি হতাম। কিন্তু দায়িত্ব পালনে ব্যস্ত থাকার কারণে সবাই এই অনুষ্ঠানের আসতে পারেন নাই। হোটেল লা মেরিডিয়ানের নিরাপত্তা ইনচার্জ মেজর(অবঃ) সাঈদ বলেন, আমাদের হোটেল থাকা ভিআইপিদের নিরাপত্তা ও যাতায়াতে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা কওে আসছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। জিএমজি গ্রুপের এসডি শরীফ বলেন,ঐতিহ্যবাহী জিএমজি গ্রুপ পুলিশে সাথে সুসম্পর্ক বজায় রেখে আসছে। তিনি সুন্দর আয়োজনের জন্য ট্রাফিক উত্তর বিভাগকে ধন্যবাদ জানান। অনেকেই ফুল দিয়ে ডিসি ট্রাফিক উত্তরকে শুভেচ্ছা জানান। উম্মুক্ত বক্তব্যে অংশগ্রহণকারীগণ ডিএমপির সহযোগিতার জন্য কৃজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে এডিসি নাজমুল আলম, হুমায়রা পারভীন, আবু ইউছুফ, মোঃ খোরশেদ আলম, সিনিয়র এসি জিন্নাত আলী মোল্লা, যুগান্তরের ক্রাইম চীফ রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ, তেজগাঁও ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রুস্তম আলীসহ পরিবহন মালিক, হোটেল এবং বিভিন্ন সোসাইটির প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।