এ বি এন এ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মিলনায়তনের অডিটোরিয়ামের টয়লেট থেকে তাদের আটক করা হয়।
আটক শিহাবুল ইসলাম শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।
আর তার সঙ্গে আটক অপরজন ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেছের শিক্ষার্থী (নাম অপ্রকাশিত) বলে জানা গেছে।
আটকের পর এই যুগল স্বীকার করেছেন, কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। আবেগের বশে এমন ভুল করে ফেলেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে টিএসসি মিলনায়তনের একই টয়লেটে একজন ছাত্র ও একজন ছাত্রী প্রবেশ করেন। অনেক্ষণ তারা বের না হওয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন।
প্রক্টরের খবরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের টয়লেট থেকে আটক করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, টিএসসি থেকে আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করা হয়েছে। শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।