সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ: আইনমন্ত্রী

এবিএনএ: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে যোগ দেন প্রসিকিউটর তুরিন আফরোজ। গোলাম আযমসহ গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন তিনি। তার বিরুদ্ধে মা-ভাইয়ের জমি দখলেরও অভিযোগ রয়েছে। প্রায় দেড় বছর ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠকের অভিযোগে প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত চলছিল। অবশেষে সোমবার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়।
Share this content: