বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাসী আ.লীগ নেতা নিহত

এবিএনএ: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এস এম আব্দুল আহাদ (৪০) নামের একজন প্রবাসী আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শুক্রবার রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত পৌনে ১১টার দিকে নগরের জিন্দাবাজারে তাঁতিপাড়া গলির মুখে হামলার শিকার হন তিনি। নিহত আহাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর এলাকার হাজি নুর মিয়ার ছেলে। তিনি কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে এসে একদল দুর্বৃত্ত আহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে অটোরিকশাযোগে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কারা, কেন তার ওপর হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

Share this content:

Back to top button