বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ভোটের ফল প্রত্যাখ্যান করলেন আরিফুল হক

এবিএনএ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার বিকেলে ভোটগ্রহণ শেষে সিলেট শহরে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।’ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের ১৩৪টি কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ চলে। ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার। ধানের শীষের প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল আগেই পুলিশের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন। সোমবার ভোটগ্রহণ শুরুর পাঁচ ঘণ্টার মধ্যে তিনি রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে গিয়ে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন। বিকেলে ভোটগ্রহণ শেষে আরিফুল বলেন, ‘এটা ভোট চুরি না, দিনে-দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ভোট ডাকাতি হয়েছে।’ আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের উদ্দেশে বিএনপির এই প্রার্থী বলেন, ‘এই জয়, জয় না। এটা মীর জাফরের জয়। এই জয়ের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমার পরাজয়টা বড় ব্যাপার না, এ নির্বাচনের ফলে নতুন প্রজন্ম একটি ভুল জিনিস শিখছে।’ আরিফুল আরও বলেন, ‘সৎ সাহস থাকলে আওয়ামী লীগের কোনো নেতা আছেন, আসেন নির্বাচন করি- দেখা যাবে কার কত জনপ্রিয়তা। কমপক্ষে এক লাখ ভোটে জয়লাভ করব। আমি এ সরকারের পদত্যাগ দাবি করছি। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া উচিৎ না।’

Share this content:

Back to top button