এবিএনএ : নিপুণের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জায়েদের বিপক্ষ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
আজ শনিবার বিকালে বৈঠক ডাকে আপিল বোর্ড। বৈঠকে নিপুণ অংশ নিলেও জায়েদ খান উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান আপিল বোর্ডের রায় ঘোষণা করে বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদিকে জায়েদ খান ও আপিল বোর্ডের অন্য এক সদস্য মোহাম্মদ হোসেন জেমির দাবি- আপিল বোর্ডের মেয়াদ গত ২৯ জানুয়ারি শেষ হয়েছে। স্বাভাবিক কারণে আপিল বোর্ড এই রায় দিতে পারেন না বলে তারা মনে করেন।