এ বি এন এ : হলের দাবিতে দাবিতে ধর্মঘট পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ে এসে ধর্মঘটের সমর্থনে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মূল ফটক অবরোধ করে করে রাস্তায় নামেন তারা।
ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, নিবন্ধক ও প্রক্টরের কার্যালয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এসব সড়কের আশপাশের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সোমবারও হলের দাবিতে ধর্মঘট পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় পুলিশের ছোড়া জলকামান ও টিয়ায়শেলে ২৫-৩০ জন শিক্ষার্থী আহত হন।