এ বি এন এ : বিমানটির গন্তব্য ছিল মালয়েশিয়া কিন্তু পাইলট ভুল পথে ঢুকে পড়ায় বিমান গিয়ে পৌঁছায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বুধবার এয়ার এশিয়ার একটি ফ্লাইটের তদন্ত প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১০ মার্চ এয়ারবাস এ ৩৩০-৩০০ ফ্লাইটটি সিডনি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা করে। কিন্তু এক পর্যায়ে বিমানটি ভুল পথে রওয়ানা হওয়ার পর পরই সতর্কতা বার্তা পাঠায় এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট।
এই ঘটনার তদন্তের পর অস্ট্রেলিয়ান পরিবহন নিরাপত্তা ব্যুরো(এটিএসবি) জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট বেতার বার্তার মাধ্যমে ক্রুদের বিষয়টি জানায়। কিন্তু সমস্যাটি ঠিক করতে গিয়ে ন্যাভিগেশন সিস্টেম, বিমানের ফ্লাইট নির্দেশিকা এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের আরও অবনতি হয়। পাইলট এয়ার এশিয়ার এই বিমানটি ১৮ মাস ধরে চালাচ্ছিলেন। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন সিডনিতে ফেরত যাবেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি মেলবোর্ন বিমানবন্দরে ম্যানুয়ালি অবতরণ করাতে বাধ্য হন। তবে বিমানটি নিরাপদেই অবতরণ করেছিল।
এটিএসবি’র তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, যখন বিমানের ফ্লাইট ব্যবস্থাপনা এবং নির্দেশনা পদ্ধতি ঠিক করা হয় তখন ক্যাপ্টেন অসাবধানতাবশত বিমানের ভুল পথে(অনুদৈর্ঘ্য অবস্থানে) ঢুকে পড়ে।
এটিসিবি জানায়, এই ঘটনার পর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্স কোম্পানিটি পাইলট এবং ক্রুদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি চালু করে।
২০১৪ সালের ডিসেম্বরে ঝড়ো হাওয়ার কারণে এয়ার এশিয়ার একটি ফ্লাইট ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়ে। এতে বিমানে থাকা ১৬২ জন মারা যায়।
একই বছর মালয়েশিয়ার আরও দুটি এয়ার লাইন্স দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৫০০ জন যাত্রী ও ক্রু মারা যায়।