আন্তর্জাতিকলিড নিউজ

মমতা কুর্তা পাঠান, শেখ হাসিনা পাঠান মিষ্টি: মোদি

এবিএনএ: খিলাড়ি অক্ষয়কুমারের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই মোদী জানিয়েছেন শেখ হাসিনা তাকে মিষ্টি পাঠান। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বছরে একটি-দুটি কুর্তা পাঠান। রাজনীতির বাইরের বিষয় নিয়েই কথা হয়েছে দু’জনের। এটাই ছিল শর্ত যে, রাজনীতি ও নির্বাচন নিয়ে কোনও কথা হবে না। একথা শুনে অক্ষয়কুমার বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। সেই সাক্ষৎকারের ভিডিও টুইট করেছেন বলিউড সুপারস্টার। অক্ষয়ের এই টুইটের উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদী বলেছেন, ঠান্ডা লাগলে আমি গরম পানি পান করি। সপ্তাহে দু’দিন উপবাস করি। নাকের ফুটোতে সরষের তেল দিই। এতে জ্বালা করে ঠিকই, তবে উপকার হয়। তিনি কতক্ষণ ঘুমোন এই প্রশ্নের উত্তরে মোদী বলেছেন, চিকিৎসক ও শুভার্থীরাও এ প্রসঙ্গ তোলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রথম সাক্ষাৎকারে তিনিও প্রথমেই আমার ঘুমের প্রসঙ্গ তুলেছিলেন। তবে আমি সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ঘুমাই। অবসরের পর তিনি করবেন এ সম্পর্কে বলেছেন, ভাবি নি কিছুই। আমার দায়িত্বই আমার জীবন। অক্ষয়ের গাড়ির চালকের মেয়ের এক প্রশ্নের উত্তরে মোদী  বলেছেন, হ্যাঁ, আমি আম খেতে ভালোবাসি।

আগে আমরা মাঠে গিয়ে আম খেতাম। এখন অবশ্য আগের মতো অতো আম খাই না।  মোদী আলাপচারিতায় আরও বলেছেন, আমার জুনিয়রদের সঙ্গে কোনও দূরত্ব নেই। আমরা নিজেদের মধ্যে মজা মস্করা করি। একসঙ্গে খাওয়া দাওয়াও করি। তবে মোদী জানিয়েছেন, তিনি কখনো রাগেন না। অনেকেই এটা শুনে অবাক হন। আমি এত বছর মুখ্যমন্ত্রী এবং এত বছর প্রধানমন্ত্রী রয়েছি, কিন্তু কখনো রাগ দেখাই নি। আমি খুবই কড়া ও শৃঙ্খলাপরায়ণ, কিন্তু তাই বলে অন্যকে হেনস্তা করায় আমি বিশ্বাসী নই।

Share this content:

Back to top button