বাংলাদেশরাজনীতিলিড নিউজ

পদ্মা সেতুর আদলে যুবলীগের সম্মেলনের মঞ্চ

এবিএনএ: পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনের মঞ্চ। আজ শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনটি শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরই জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী যুবলীগের সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনাকে ফুল ও ক্রেস্ট দিয়ে এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন যুবলীগ নেতারা। সম্মেলনের দ্বিতীয় সেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে। এ অধিবেশনে সংগঠনটির নতুন নেতৃত্ব আসবে।

সম্মেলনে যুবলীগের অব্যাহতি পাওয়া চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী নেই। এ ছাড়া ক্যাসিনো কারবার, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্তরাও সম্মেলনে আমন্ত্রণ পাননি। কংগ্রেসে সভাপতিত্ব করছেন জাতীয় কংগ্রেস প্রস্তুতি আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। পরিচালনা করছেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

Share this content:

Back to top button