একে অন্যের হাত ধরে হাঁটলেন টেরেসা-ট্রাম্প

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের ভেতর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অন্যের হাত ধরাধরি করে হেঁটেছেন। এক সাংবাদিকের ক্যামেরায় এমনই একটি স্থিরচিত্র ধরা পড়েছে।
চলতি মাসের ২০ তারিখ আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক গ্রহণ করেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মেই সর্বপ্রথম ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। স্থানীয় সময় শুক্রবার সেখানে একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার আগে তাদের এই ছবিটি তোলা হয়।
সংবাদ সম্মেলনে টেরেসা ও ট্রাম্প যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা অঙ্গীকার করেছি আমাদের এই বিশেষ সম্পর্ক রক্ষায় শেষ পর্যন্ত সমর্থন করে যাব। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক সবসময় একটি বড় শক্তি ছিল। ’
Share this content: