এ বি এন এ : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক নিজ জেলা কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন। বুধবার শেষ বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে লাখো মানুষের শেষ শ্রদ্ধা ও জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের নামাজে জানাজা শেষে কুড়িগ্রাম সরকারী কলেজের প্রধান ফটকের পার্শ্ববর্তী স্থানে লেখক সৈয়দ শামসুল হককে সমাহিত করা হয়।
এর আগে বিকাল চারটায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, কবিপত্নি আনোয়ারা সৈয়দ হক, একমাত্র পুত্র দ্বিতীয় সৈয়দ হকসহ নিকট আত্মীয়রা হেলিকপ্টারে করে লাশ নিয়ে কলেজ মাঠে অবতরণ করেন।
জানাজার আগে কবি পুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, জলেশ্বরী আজ তোমার ছেলে তোমাকে ফিরিয়ে এনেছে তোমার কাছে। হূদয়ের কাছে। ভালবাসার কাছে। প্রিয় জন্মভূমির কাছে। আমি গর্বিত। একসাথে গর্বে বুক ফেটে যায় এত মানুষের ভালবাসা দেখে। প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ জানান তার বাবার শেষ ইচ্ছা পুরনে সহায়তা করবার জন্য। সেই সাথে কুড়িগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা। আমার বাবা খুব খুশি হয়েছে এ মাটিতে সায়িত হতে পেরে।