জাতীয়বাংলাদেশলিড নিউজ

ভবন ঝুঁকি থাকায় মৌচাক মার্কেটের সব দোকান বন্ধ রাখার নির্দেশ

এ বি এন এ : ভবন ঝুঁকি থাকায় রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়।

 

বুয়েটের প্রতিবেদনের আলোকে সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত এসব দোকান বন্ধ রাখতে হবে। আদালত গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে। বুয়েটের সুপারিশের প্রেক্ষিতে গত ২ মে রাজউক মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়, যাতে ঝুঁকির কথা জানিয়ে দোকান খালি করে ভবনটি সংস্কার করতে বলা হয়।

 

এর বৈধতা চ্যালেঞ্জ করে ভবন মালিক আশরাফ কামাল পাশা হাই কোর্টে এই রিট আবেদন করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন্; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, ওই ভবন সংস্কারের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

Share this content:

Back to top button