খেলাধুলা

বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের গ্রুপ

এবিএনএ : বিপিএল চতুর্থ আসরের টাইটেল স্পন্সর হয়েছে দেশের স্বনামধন্য আবুল খায়ের গ্রুপের বিজনেস ইউনিট আবুল খায়ের স্টিল(একেএস)। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর ঘোষণা করেছে বিপিএল গভর্নি কাউন্সিল।

বিপিএল ২০১৬ টুর্নামেন্টের টাইটেল নাম ‘একেএস বিপিএল পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে সাতটি দল অংশ নেবে। এগুলো হলো- ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও বরিশাল বুলস।

বিপিএলর প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নস কুমিল্লা ভিক্টোরিয়ান্স নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের মুখোমুখি হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি দুপুর ২টায় এবং পরের ম্যাচটি সন্ধ্যায় ৭টায়। এবারের বিপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর।

Share this content:

Back to top button