আমেরিকা

এবার মার্কিন যুদ্ধ বিমান থেকে খসে পড়ল ইঞ্জিন!

এবিএনএ : ফের অস্বস্তির মুখে পড়েছে মার্কিন সেনাবাহিনী। প্রশিক্ষণ চলাকালীন সময়ে পরমাণু বোমা বহনে সক্ষম তাদের একটি বি-৫২ যুদ্ধ বিমান থেকে ইঞ্জিনই পড়ে গেল। সম্প্রতি এই ঘটনাটি স্বীকার করে নিয়েছে মার্কিন বিমানবাহিনী।

বিশ্বের অন্যতম শক্তিধর যুক্তরাষ্ট্রের হাতে থাকা পরমাণু বোমাবহনে সক্ষম বিমান থেকে ইঞ্জিন পড়ে যাওয়ার ঘটনায় অস্বস্তিতে দেশটির মার্কিন বাহিনীও। যদিও দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমানে ছটি ইঞ্জিন থাকায় এই ঘটনার পরও এটি নিরাপদে ঘাঁটিতে নামতে পেরেছে। একই সঙ্গে বিমানের ছয় ক্রু’র কেউ আহত হন নি বলে জানা গেছে।

এই ঘটনার সময়ে বি-৫২ বিমানে কোনও অস্ত্র ছিল না। ইঞ্জিনটি ঘাঁটি থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তরপূর্বে একটি জনবসতিহীন এলাকায় খসে পড়ে। তবে এই ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে ইঞ্জিনের ধ্বংসাবশেষ উদ্ধারে সেই এলাকায় হেলিকপ্টার দিয়ে তল্লাশি শুরু হয়েছে।

১৯৫২ সালে বি-৫২ যুদ্ধ বিমান প্রথম নির্মাণ করা হয়। ২০৪০ সাল পর্যন্ত এটি ব্যবহার করবে মার্কিন বিমান বাহিনী। ৩২ হাজার কেজি অস্ত্র বহন করে কৌশলগত যুদ্ধ বিমান বি-৫২ এক নাগাড়ে ১৪ হাজার ৮০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। একবার তেল নেওয়ার পর এই পথ পাড়ি দিতে পারে। এই জন্যেই বি-৫২ বিমানকে ওড়ার পথে পুনরায় জ্বালানি নিতে হয় না।

Share this content:

Related Articles

Back to top button