আন্তর্জাতিকলিড নিউজ
জাপানে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন পাস

এবিএনএ : জাপানে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন পাস হয়েছে। তীব্র সমালোচনা সত্ত্বেও দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ বৃহস্পতিবার সকালে বিলটি পাস করে। এর আগে গতমাসে দেশটির শক্তিশালী নিম্নকক্ষে বিলটি পাস হয়।
উল্লেখ্য, পার্লামেন্টের উভয়কক্ষেই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ক্ষমতাসীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিকে নতুন এই আইন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। বলা হচ্ছে এই আইনের কারণে নাগরিক গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হবে।

নতুন আইন অনুযায়ী সন্ত্রাস কিংবা বড়ো ধরনের কোন অপরাধের জন্যে কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে তদন্তকারীরাই অভিযুক্ত করতে পারবেন। এতে বিভিন্ন মানবাধিকার গ্রুপ, জাপানের জাতীয় বার এসোসিয়েশন ও একাধিক শিক্ষাবিদ নতুন এ আইনের কড়া সমালোচনা করে বলেন, এর কারণে নিরীহ নাগরিকরা হয়রানির শিকার হতে পারেন। ক্ষুণ্ণ হতে পারে মত প্রকাশের স্বাধীনতাও।

এদিকে এ আইনের বিরুদ্ধে দেশজুড়ে রাস্তায় বিক্ষোভও চলছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, টোকিওতে ২০২০ সালের অলিম্পিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাস দমনের জন্যে এই আইন প্রয়োজনীয়।
Share this content: