এ বি এন এ : টিনসেল টাউনে সবচেয়ে আলোচিত খবর হলো সালমান খান ও তার কথিত প্রেমিকা ইউলিয়া ভানটুরের প্রেমের সম্পর্ক। তারা দুজন সব সময় মিডিয়ার নজরে থাকেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এবার একসঙ্গে মিডিয়ার চোখে ধরা দিলেন এই জুটি।
সম্প্রতি মুম্বাইয়ের বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে সালমান ও ইউলিয়াকে। এমনকি তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সালমানের মা সালমা খান। বিমানবন্দরের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে, ৫০ বছর বয়সী এই অভিনেতার মায়ের হাত শক্ত করে ধরে রয়েছেন রোমানিয়ান এই সুন্দরী (ইউলিয়া ভানটুর)। এ সময় ইউলিয়ার পরনে ছিল সাদা কুর্তা ও পালাজ্জো। অন্যদিকে সালমানের বাবা সেলিম খানকে ছেলের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা ওর পছন্দ। ও বিয়ে করবে না-কি করবে না এটি সম্পূর্ণ ওর ব্যাপার। আমি কখনও আমার সন্তানদের কোনো কিছুর জন্য জোর করি না বরং তাদের পছন্দকেই গুরুত্ব দেই। কারণ ও যদি আমার কথা মতো বিয়ে করে এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকেই এসে বলবে আপনি তো বলেছেন আমাকে বিয়ে করতে।