জাতীয়বাংলাদেশলিড নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি

এবিএনএ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মোর্ত্তজা। তার ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর না সারায় করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।

সেই পরীক্ষায় করোনা পজিটিভ আসে মাশরাফির। অবশ্য নিশ্চিত হওয়ার জন্য আরও একবার পরীক্ষা করানো হবে তার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা এবং স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন মাশরাফি। নিজে এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি।

একই সঙ্গে ডাক্তার এবং নার্সদেরকে নিরাপত্তা সামগ্রী প্রদানের ক্ষেত্রেও এগিয়ে এসেছেন তারকা এই ক্রিকেটার। কিন্তু এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন।

Share this content:

Back to top button