আমেরিকালিড নিউজ

ইরমার তাণ্ডব : ফ্লোরিডায় ব্যাপক উদ্ধারাভিযান

এবিএনএ : হারিকেন ইরমার তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ব্যাপক উদ্ধারাভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার রাতভর ফ্লোরিডায় তাণ্ডব চালায় ইরমা। সোমবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে উদ্ধার তৎপরতা শুরু হয়। ইরমার শক্তি কমে গেছে। তবে বৃষ্টিপাত হচ্ছে। ফ্লোরিডা কিস দ্বীপপুঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। প্রায় ১০ হাজার লোক খাদ্য ও পানি সংকটে পড়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তা বলেছেন, সেখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, হারিকেন ইরমান আঘাতে এ পর্যন্ত কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও কিউবার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর রোববার ফ্লোরিডায় ‘ক্যাটাগরি ৪’ তীব্রতায় আঘাত হানে ইরমা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
ফ্লোরিডার প্রায় ৪ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিয়ামির ৮০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ নেই। বিশাল অঞ্চল প্লাবিত হয়েছে। ফ্লোরিডাবাসীর জনজীবনে ব্যাপক দুর্যোগ নেমে এসেছে।

Share this content:

Back to top button