এ বি এন এ : টঙ্গীর জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ জুন এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচরপতির কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করে দেয়।
২০০৪ সালের ৭ মে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। ঐ সময় তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন। এই হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি আজ শেষ হলো।