
এ বি এন এ : গাজীপুরের হারিনাল এলাকায় একটি একতলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। হারিনাল এলাকায় পশ্চিমপাড়ার আতাউর রহমানের এক তলা বাড়িতে এ অভিযান চলছে। বাড়ির চারপাশ ঘিরে রেখেছে র্যাব।
আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য জানিয়েছেন। গাজীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গি অথবা দুষ্কৃতিকারী সন্দেহে ওই বাড়িটি তল্লাশিতে রয়েছে। তবে প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।
Share this content: