রবার্ট মুগাবের পদত্যাগ

এবিএনএ : অবশেষে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন। স্পিকার জ্যাকব মুডেন্ডা জানান, তাকে দেওয়া এক চিঠিতে রবার্ট মুগাবে বলেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
আান্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, পদত্যাগের ঘোষণা এমন এক সময় আসে, যখন পার্লামেন্টে এমপিরা তাকে অভিশংসনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এর আগে গত সপ্তাহে সামরিক বাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন।
এদিকে এ খবরে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে আনন্দ মিছিল বের করে স্থানীয় জনতা।
প্রসঙ্গত, ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই তিনি ক্ষমতায় ছিলেন।। দীর্ঘ ৩৭ বছরের শাসনামলে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠলেও স্বাধীনতা যুদ্ধের নায়ক হিসেবে সেনাবাহিনীর অকুণ্ঠ সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে ছিলেন তিনি। এখন বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন। আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই সুযোগে তার ৫২ বছর বয়সি স্ত্রীকে প্রেসিডেন্ট পদে উত্তরসূরি করার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট নানগাগওয়াকে বহিষ্কার করেন এবং তার স্থানে স্ত্রী গ্রেসকে বসানোর পরিকল্পনা করেন।
Share this content: