খেলাধুলালিড নিউজ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এবিএনএ : ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমেছিলেন টাইগাররা। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে সেই স্বাদ পূরণ হয়নি। আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছেন মাহমুদউল্লাহরা।

দ্বিতীয় ম্যাচে সাফল্যে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে। আমি বিশ্বাস করি, আমাদের এখানে জয়ের ক্ষুধা রয়েছে। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা সেরা ক্রিকেট খেলতে পারব। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে হেরে যান টাইগাররা। ওই সিরিজ শেষে দেশে ফিরে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

Share this content:

Back to top button