এ বি এন এ : মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের বলিউডে পথ চলাটা যেন স্বপ্নের মতোই। তিনি যেন আসলেন দেখলেন আর জয় করলেন! চলচ্চিত্রে মাত্র চার বছরের ক্যারিয়ার তার। এরই মধ্যে বলিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীদের একজন তিনি।
বর্তমানে বলিউড সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। জনপ্রিয় মুখ আলিয়া ভাটকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
আলিয়া ভাট ১৯৯৩ সালের ১৫ মার্চ ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা বলিউডের খ্যাতনামা পরিচালক মহেষ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান। তার বোন পূজা ভাটও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং বর্তমানে চলচ্চিত্র পরিচালক। অভিনেতা ইমরান হাশমী ও চলচ্চিত্র পরিচালক মোহিত সুরি তার চাচাতো ভাই এবং প্রযোজক মুখেষ ভাট তার চাচা।
রুপালি পর্দায় আলিয়ার অভিনয়ের সূচনা ঘটে ১৯৯৯ সালে শিশুশিল্পী চরিত্রে, সংঘর্ষ নামক একটি সিনেমায় স্বল্প সময়ের জন্য এক শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
নায়িকা হিসেবে আলিয়ার বলিউড যাত্রা শুরু হয় ২০১২ সালে জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমাটির মাধ্যমে। এখন পর্যন্ত মুক্তি পাওয়া তার অন্যান্য সিনেমাগুলো হচ্ছে- হাইওয়ে, ২ স্টেটস, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, গোয়িং হোম (স্বল্পদৈর্ঘ্য সিনেমা), আগলি, শানদার, কাপুর অ্যান্ড সন্স এবং উড়তা পাঞ্জাব।
আলিয়া তার অভিনীত দুইটি সিনেমায় গান গেয়েছেন। হাইওয়ে সিনেমার ‘সোহা সোহা’ এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়া সিনেমায় ‘সামঝাওয়া’ গানের আনপ্লাগড সংস্করণে কণ্ঠ দিয়েছেন তিনি।
সিনেমায় অভিনয় ছাড়াও আলিয়া বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেমন- ফিল্মফেয়ার, স্ক্রিন, স্টারডাস্ট ইত্যাদি উপস্থাপনা করেছেন। তিনি গৃহহীন পশুদের জন্য পিটা ক্যাম্পেইংয়ের মডেল হিসেবেও কাজ করছেন। এছাড়াও আলিয়া বিভিন্ন খ্যাতনামা পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। যেমন- কোকাকোলা, গার্নিয়ার, মেইবিলাইন প্রভৃতি।
অনলাইন ফ্যাশন পোর্টাল জাবোঙ্গ ডটকম-এ আলিয়া তার নিজস্ব ডিজাইনের পোশাক চালু করেছেন।
খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে আলিয়া অভিনীত নতুন দুইটি সিনেমা। এর মধ্যে ডিয়ার জিন্দেগি সিনেমাটিতে তাকে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে। বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমাটিতে তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে।