বিনোদন

আবারো জুটি বাঁধছেন শাহরুখ-আনুশকা?

এবিএনএ : ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডের রূপালি পর্দায় আগমন ঘটে আনুশকা শর্মার। এরপর কাজ করেছিলেন ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে। শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলীর পরিচালনায় আবারো জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

ফিল্মিবিটের প্রতিবেদনে বলা হয়েছে, কৌতুক ধাঁচের ছবিতে শাহরুখ খানকে পাগড়ি পরিহিত শিখ পর্যটক চরিত্রে দেখা যেতে পারে। আর তার বিপরীতে দেখা যেতে পারে আনুশকা শর্মাকে।

‘জাব উই মিট’, ‘লাভ আজকাল’, ‘হাইওয়ে’, ‘তামাশা’র মতো ছবি উপহার দিয়েছেন ইমতিয়াজ আলি। এবার তিনি কি ছবি উপহার দিচ্ছেন সেটি দেখার অপেক্ষা।

বর্তমানে শাহরুখ খান ‘রাইস’ ছবি এবং আনুশকা শর্মা ‘সুলতান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Share this content:

Back to top button