আমেরিকালিড নিউজ

করোনা ভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৯, নিউইয়র্কে জরুরি অবস্থা

এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা জাতীয় ভাবে দাঁড়িয়েছে ১০০ এরও বেশি। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯। এমন অবস্থায় নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে একশতর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। গত শনিবার ফ্লোরিডায় সর্বশেষ ৭০ বছর বয়সী একজনের মৃত্যু হয়, যা ছিল ওয়াশিংটন ডিসিতে প্রথম ঘটনা। তবে নিউইয়র্ককে ৮৯ জন করোনায় আক্রান্ত হবার পর পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ফলে জরুরি চিকিৎসা কর্মীদের কাছে প্রায় ৪২,০০০ এরও বেশি মাস্ক সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলম্বিয়ার মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, সর্বশেষ দুই জন ৫০ বছর বয়সী ব্যক্তি ওয়াসিংটন ডিসিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওয়াশিংটনের জনস্বাস্থ্য পরীক্ষাগারের দায়িত্বে থাকা জেনিফার স্মিথ জানিয়েছেন, তাদের কর্মকর্তারা প্রতিদিন ৫০জন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পরীক্ষা করতে পারেন।

এদিকে, করোনা ভাইরাস নিয়ে একদমই উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসের জন্য কোন নির্বাচনী প্রচারণা থামানোর ইচ্ছা নেই বলেও জানিয়েছেন তিনি । শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ইতিমধ্যে ৮০ টির বেশি দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button