আমেরিকালিড নিউজ

ওবামাকেয়ার বাতিল অনিশ্চিত

এবিএনএ : সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা স্বাস্থ্য-সুরক্ষা আইন বাতিল কিংবা প্রতিস্থাপনের লক্ষ্যে গৃহীত ট্রাম্পের উদ্যোগ বাধার মুখে পড়েছে। মার্কিন সিনেটের নেতৃত্ব রিপাবলিকানদের হাতে থাকলেও আইনটির বিষয়ে সিনেট দ্বিধাবিভক্ত। আর এ কারণে ট্রাম্প প্রশাসন প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ট্রাম্প প্রস্তাবিত আইনে স্বাস্থ্য সুরক্ষা খাতে ব্যয় সংকোচনের প্রস্তাব করা হয়েছে। কিন্তু সিনেট এ ব্যয় সংকোচনের প্রক্রিয়া নিয়ে একমত হতে পারেনি এখনো। সিনেট চাইছে, ব্যয় কমানো হলেও যাতে খুব বেশি মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় পড়তে না হয়।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেন্স প্রিবাস জানিয়েছেন, কংগ্রেসের আগস্ট অধিবেশন শুরুর আগে কিংবা নিদেনপক্ষে অধিবেশন চলাকালে সিনেট আইনটি পাস করবে বলে প্রেসিডেন্ট আশা করছেন। প্রসঙ্গত, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রতিশ্রুতি ছিল ওবামাকেয়ার বাতিল অথবা তা প্রতিস্থাপন।
এ বিষয়ে গত সোমবার ট্রাম্প একটি টুইটও করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘একটি চমৎকার স্বাস্থ্য সুরক্ষা আইন অনুমোদন ও তা বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না করেই কংগ্রেস ওয়াশিংটন ত্যাগ করবে, এমনটি আমি ভাবতেই পারছি না।’
এদিকে এ বিষয়ে অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ‘এর (প্রস্তাবিত আইন) কোনো আশা নেই বলে আমার মনে হয়।’
একই অবস্থান ব্যক্ত করেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও কেন্টাকির সিনেটর র‍্যান্ড পল। ২০১০ সালের অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট প্রত্যাহার ছাড়া অন্য কিছুতে তাঁরা সমর্থন দিতে পারেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এ দুই রিপাবলিকান সিনেটর।
এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল খুঁজছেন সমন্বয়ের পদ্ধতি। তিনি ওবামাকেয়ারের কিছু অংশ বাতিলের পক্ষে। তিনি চাইছেন এ স্বাস্থ্য সুরক্ষা তহবিলের অর্থায়নের জন্য করহার বাড়ানোর বিষয়টি বাদ দিতে।

Share this content:

Related Articles

Back to top button