,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা মুশফিক

এবিএনএ : শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও গতকাল ঘুচিয়েছেন সেই আক্ষেপ। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অসীম দৃঢ়তা নিয়ে। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ জয় পেয়েছে।

ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সুখবরও পেয়েছেন এই মিডলঅর্ডার।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মুশফিকুর রহিম। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।

শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।

এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে।

অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ ১৫

অবস্থান নাম রেটিং
১ম বাবর আজম ৮৬৫
২য় বিরাট কোহলি ৮৫৭
৩য় রোহিত শর্মা ৮২৫
৪র্থ রস টেলর ৮০১
৫ম অ্যারন ফিঞ্চ ৭৯১
৬ষ্ঠ জনি বেয়ারস্টো ৭৮৫
৭ম ফখর জামান ৭৭৮
৮ম ফ্যাফ ডু প্লেসিস ৭৭৮
৯ম ডেভিড ওয়ার্নার ৭৭৩
১০ম শাই হোপ ৭৭৩
১১ তম কুইন্টন ডি কক ৭৫৬
১২ তম কেন উইলিয়ামসন ৭৫৪
১৩ তম ইমাম উল হক ৭৫১
১৪ তম মুশফিকুর রহিম ৭৩৯
১৫ তম জো রুট ৭২৩

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor Khondoker Niaz Ikbal
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited