এবিএনএ : বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুরের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে রাজশাহী কিংস। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
চারদিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। গত ২৫ নভেম্বরের ম্যাচটিতে ১২ রানের জয় তুলে নেয় রাজশাহী। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ১৫০ এর বেশি করতে পারেনি রংপুর। জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করার পর ঢাকায় ফিরেই যেন ছন্দ হারায় তারা।