এ বি এন এ : রাজধানীর হাজারীবাগ বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আজ বুধবার পৌনে ২টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি তিনি।