এ বি এন এ : আগামীকাল বুধবার আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্বের শান্তিকামি মানুষের দাবির প্রেক্ষিতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের শান্তিকামি মানুষ দিবসটি পালন করে আসছে। এ বছরও অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বিশ্বের দাবি নিয়ে নানা আয়োজন চলছে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ আগামীকাল বিকেল ৩ টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি ও বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু।