এ বি এন এ : রাজধানীর গুলশান ১- এর গোল চত্বর এলাকায় একটি ভবনে অভিযান চালিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
কয়েকজন মুখোশধারী রয়েছে- এমন খবরে মঙ্গলবার ওই ভবনের এলজি বাটারফ্লাইয়ের শোরুমে এ অভিযান চালানো হয়।
অভিযানের এক পর্যায়ে ভবনের ভেতরে দুটি ব্যাগ পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গিয়ে তা থেকে এলজির ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে।
এদিকে অভিযানের খবরে গুলশানে আতংক ছড়িয়ে পড়ে। বিপুলসংখ্যক র্যাব, পুলিশ ও সোয়াট সদস্য অবস্থান নেয়। উৎসুক জনতাও ভিড় জমায়। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভবনের ভেতরে তল্লাশি শেষে দুপুরে অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ‘ভবনের ভেতরে আমরা দুটো ব্যাগ পেয়েছি। পরীক্ষা করে তা থেকে ১৭টি মোবাইল ফোন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তারা চুরির উদ্দেশ্যে এসেছিল।’
তিনি জানান, ‘চোরেরা পেছন দিক দিয়ে পাঁচতলার একটি গ্রিলবিহীন জানালা দিয়ে ঢুকেছিল। সকালে তারা নিচতলা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে দারোয়ান দেখে পুলিশে খবর দেন।’
এরআগে গুলশান থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন মিয়া জানান, সকালে ভবনে কয়েকজন সন্দেহভাজন লোক অবস্থান করছেন বলে খবর আসে। পরে নিরাপত্তার খাতিরে ভবনটি ঘিরে অভিযান চালানো হয়।
অভিযান চলার সময় ভবন থেকে সন্দেহভাজন কয়েকজন যুবককে আটকের কথা জানা যায়।
তবে দুপুরে গুলশান থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম বলেন, ‘খবরে পেয়ে অভিযান শুরুর আগেই সন্দেহভাজন যুবকরা ভবনের এলজি শোরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘এরপরও ওই ভবনে তল্লাশি চালানো হয়। তবে কাউকে পাওয়া যায়নি।’