এবিএনএ: ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে দু’দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
২০১৪ সাল থেকে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, দোনেৎস্কের বুদেনোভস্কি জেলায় কমপক্ষে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার আশঙ্কায় এয়ার অ্যালার্ট জারি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।
পুতিনের যুদ্ধবিরতির ঘোষণার পরেও রাশিয়ার এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির সাধারণ মানুষ বলছেন, তারা পুতিনের কথায় ভরসা করেন না। ইস্টার সানডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি যিশু খ্রিষ্টের পুনরুত্থান বা মৃত্যু থেকে পুনর্জীবিত হওয়ার স্মরণে পালিত হয়।
ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। বার্তায় রুশ সেনাদের সতর্ক করে বলা হয়েছিল, একই সময়ে রাশিয়ার বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘন ও শত্রুপক্ষের সম্ভাব্য উসকানি কিংবা আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকতে হবে।
ইউক্রেনে যুদ্ধ চলাকালীন ‘ইস্টার যুদ্ধবিরতি’র প্রস্তাব এটাই প্রথমবার নয়। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক মাস পর, ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত একটি যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সেই সময় এই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, যাতে মানবিক করিডোর খোলা যায় এবং যারা সংঘর্ষের এলাকা থেকে সরে যেতে চায়, তাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। তবে সেই যুদ্ধবিরতি কার্যকর হয়নি।