,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

প্রথমদিনেই রেকর্ড গড়বেন ডোনাল্ড ট্রাম্প?

এবিএনএ: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গতকাল রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করেছেন তিনি। সেখানেই ট্রাম্প বলেছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন। খবর ডয়চে ভেলের।

ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের আমেরিকা থেকে বের করে দেবেন।

ট্রাম্প বলেছেন, এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে। এ ছাড়া নববির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি আমেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।

ট্রাম্প বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন। ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে এবং রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।

২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়। সেইসময় জাতীয় নিরাপত্তার অজুহাতে সিআইএ এবং এফবিআইয়ের চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি তখন গোপন রাখা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দায়িত্বের প্রথমদিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা। ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited