এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগেই ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, ইইউকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই তেল ও গ্যাস কিনতে হবে, অন্য কোথাও থেকে নয়। এর ব্যতিক্রম হলে তিনি কর আরোপ করবেন।
শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন, “আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছিলাম যে তাদেরকে অবশ্যই আমাদের তেল এবং গ্যাস বিপুল পরিমাণে কেনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বিশাল ঘাটতি রয়েছে তা পূরণ করতে হবে – অন্যথায়, পুরোপুরি শুল্ক আরোপ!!!”
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী , ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২০২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ওই বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আমেরিকার আমদানির পরিমাণ ছিল ৫৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার রপ্তানির পরিমাণ ছিল ৩৫০ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য।