এবিএনএ: ভারতীয় ইউটিউব চ্যানেল টি সিরিজের ব্যানারে, মেহেবুবা শিরোনামে (হিন্দি ও বাংলা) গানের একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়। শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসিতে) গানটির কাজ শেষ হয়।
মেহেবুবা শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী রাজা কাশেফ ও বাংলাদেশের রুবায়েদ জাহান। এবং পরিচালক ও কোরিওগ্রাফার ছিলেন হাবিব রহমান।
ভারতের জনপ্রিয় ইউটিউব চ্যানেল টি সিরিজের ব্যানারের এই হিন্দি গানের মডেল হিসেবে কাজ করেছেন সাজ্জাদ চৌধুরী, প্রিয়া অনন্যা ও বাংলা চলচ্চিত্রে খল অভিনেতা ডন।
রাজা কাশেফ বলেন, আমার জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে। হিন্দি ও উর্দু গানের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে বাংলা সংগীত নিয়ে কাজ করছি, বাংলা আমার অনেক প্রিয়।