যুক্তরাষ্ট্র থেকে মোহাম্মদ কামাল হোসেন: সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ কার্যত জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছে বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন বর্তমান সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগকে লাইফ সাপোর্ট থেকে রক্ষা করতে পারেন একমাত্র যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গত ৬ সেপ্টেম্বর ২০২৩ সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্ত্বে এবং সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক শেখ শওকত আলী শিমুলের সঞ্চালনায় বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই আহবান জানান।বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে প্রস্তুতি নেয়ার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্ঠা জাহাঙ্গীর হোসেন ভূইয়া,সহ-সভাপতি পলাশ চৌধুরী, সহ-সভাপতি মোঃ শাহীন, আওয়ামী লীগ নেতা আবুল আজাদ মিঠু, ফারুক তালুকদার, সুজন দাস,হুমায়ূন শিকদার, শিলা আজিজ এস এম রবিউল হোসেন, রাজু শিমুল, রমিজউদ্দিন, আতাহার, আশরাফ আলী,মুক্তার আলী,মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ মূলত দীর্ঘ ৫ বছরে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের নেতৃত্বাধীন দুইটি গ্রুফের সাংগাঠনিক কার্যক্রম না থাকায় নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকূর রহমান দুইটি গ্রুফের মধ্যে ব্যালেন্স করার জন্য আবেগের বশবর্তী হয়ে একটি অসম্পূর্ন কমিটি দিয়েছিলেন যাদের একটি গ্রুফ স্থানীয় সেলসি হাইটসের একটি বাসার গ্যারেজে এবং অপর গ্রুফ স্থানীয় একটি এসোসিয়েশনের বল রুমে ফটোসেশন করে দায়সারাভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বলেন সভাপতি এবং সাধারন সম্পাদক দুইজনই দুইটি স্থানীয় সংগঠনের লেজুড় ভিত্তি করায় এবং উক্ত সংগঠনগুলোর সভাপতি ধারা পরিচালিত হওয়ার কারনে দলের জন্য কোন ধারালো বক্তব্য প্রদান করা তাদের পক্ষ্যে সম্ভব নয়। তারা বলেন সামাজিক সংগঠনগুলোর সভাপতির একজন কখনও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কোন অংশের কর্মীও ছিলেন না এবং অন্যজন নিউজার্সী বিএনপি সাউথের প্রধান উপদেষ্ঠা। তাই স্থানীয় সামাজিক সংগঠন গুলোর নেতৃবৃন্দের ছায়া থেকে বের করতে না পারলে আগামী ৫ বছরে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবেন না। নেতৃবৃন্দ বলেন গত ৬ সেপ্টেম্বর ২০২৩ এর বৈঠকে কোন স্থানীয় সংগঠনের লেজুড়ভিত্তি কারীকে আমন্ত্রন জানানো হয়নি ।তারা বলেন যারা সত্যিকারের আওয়ামীলীগ করেন, জননেত্রী শেখ হাসিনার আওয়ামীলীগের এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তাদেরকে নিয়ে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নতুন ভাবে সক্রিয়া হয়ে উঠল আজ থেকে।
সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক শেখ আলী শিমুল বলেন প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের নেতৃত্বে যৌথভাবে বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান এবং ১৫ আগষ্ঠ অথবা ২১ আগষ্ঠের মত কোন গুরুত্বপূর্ন অনুষ্ঠান করতে সক্ষম হয়নি। এতেই প্রমান হয় বর্তমানে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের যে কমিটি রয়েছে তাদেরকে সভাপতি এবং সাধারন সম্পাদক দায়িত্ব প্রদান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের একটা ভূল সিদ্ধান্ত ছিল। অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ আওয়ামীলীগের ত্যাগী এবং সত্যিকারের আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে আগামীতে কমিটি গঠন করার জন্য তিনি আহবান জানান । শওকত শিমূল বলেন দূর্বল কমিটির মাধ্যমে কখনও পার্টিকে প্রবাসের মাটিতে গতিশীল করা সম্ভব নয়, যারা দূর্বল কমিটির সাথে কাজ করার জন্য আগ্রহী নয়, তাদের সমন্বয়ে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে এবং পূর্নদ্যমে কাজ চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আবেদন জানান। তিনি বলেন সাউথজার্সীতে বাংলাদেশের ন্যায় জামাত শিবির চক্র তাদের কার্যক্রম চালিয়ে গেলেও সাংগঠনিকভাবে বা সোসাল মিডিয়া ব্যবহার করে কোন প্রতিবাদ পর্যন্ত বর্তমান সভাপতি এবং সাধারন সম্পাদক দিতে পারেনা, যা সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতাকর্মীদের জন্য খুবই লজ্জাজনক। সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল আজাদ মিঠু বলেন একটি গ্রুফ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃত্বকে অমান্য করে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের মধ্যে বিভ্রান্তি সৃষ্ঠিকারী ব্যক্তিকে অসংগঠনিকভাবে সভাপতি নির্বাাচন করে পত্রিকায় প্রচার করে, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অনুমোদনহীন কোন ব্যক্তির নাম প্রচার না করতে তিনি তথাকথিত সাংবাদিককে অনুরোধ করেছেন। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ নেতা ফারুক তালুকদার বলেন, আওয়ামী লীগ চলবে ত্যাগী নেতাকর্মীদের দ্বারা, জামাত-বিএনপির দালালদের প্রতিহত করে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগকে হাসপাতালের কোমা হতে উদ্ধারের আহ্বান জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি। সভার সভাপতি কামাল হোসেন তার সমাপনী বক্তব্য বলেন অতি দ্রুত এই কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটির অধীনে নতুন একটি কমিটি করতে হবে এবং সাউথ যাচ্ছি আওয়ামী লীগ কে রাজাকারমুক্ত করে ত্যাগী ও ধারাবাহিক ভাবে এখানে যারা কমিটির নেতৃত্ব দিয়েছেন এবং যাদের সাথে জামাত ও বিএনপি’র সংগঠনের সাথে কোনভাবে জড়িত নন, যারা আওয়ামী লীগের দুর্দিনের সাথী তাদেরকে দিয়ে অচিরেই নতুন কমিটি ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন কোনরকম জোড়া তালি দিয়া বিভিন্ন গ্রুপকে নিয়ে ব্যালেন্স করে কমিটি দিয়া চলবে না এর ব্যপ্তাই হলে এবার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এ আন্দোলন করে শিবির মুক্ত আওয়ামী লীগ গঠন করা হবে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করবে এবং অচিরেই নতুন কমিটি গঠন নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের সাথে বৈঠকে করবেন বলে জানান।