এবিএনএ: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে সেটি ইউক্রেনের নয়। তবে সেই দাবির বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এশিয়া সফর থেকে ফিরে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, এটি প্রমাণিত নয়। খবর এনডিটিভির।
বুধবার জেলেনস্কি বলেছিলেন, পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পোলিশ গ্রামে প্রজেওডোতে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সেটি ইউক্রেনীয় ছিল না। এরই উত্তরে বাইডেন বলেন, এ বিষয়টি এখনো প্রমাণিত নয়।
প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এ হামলা ‘হয়তো’ রাশিয়া করতে পারে।তিনি বলেছিলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে- রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে মনে হচ্ছে- এটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে। আমাকে বিষয়টি দেখতে হবে।তবে হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে রাশিয়া বলছে, রাশিয়া পোল্যান্ডে হামলা করেনি। উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যেই এমনটি বলা হচ্ছে।