এ বি এন এ : লাতিন ভোটারদের কাছে রিপাবিলাকন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট হিলারি ক্লিনটন বেশি বিশ্বস্ত। ফক্স নিউজ ল্যাতিনো নামের নতুন জরিপে এমনটা বেরিয়ে এসেছে। এ জরিপটি প্রকাশিত হয় সোমবার। এতে দেখা যায়, প্রেসিডেন্ট পদে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সৎ নন এবং তিনি বিশ্বস্ত নন বলে মনে করেন শতকরা ৭৮ ভাগ লাতিল ভোটার। হিলারি ক্লিনটনকে সৎ নন এবং বিশ্বাস্ত নন এমনটা মনে করেন শতকরা ৫১ ভাগ লাতিন ভোটার।নিবন্ধিত ভোটারদের মধ্যে শতকরা ৫৯ ভাগ ভোটার মনে করেন হিলারি ক্লিনটন সৎ নন এবং বিশ্বস্ত নন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এ হার শতকরা ৬২ ভাগ। ফক্স নিউজের জরিপে দেখা গেছে শতকরা ৬৯ ভাগ লাতিন ভোটার বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তবে শতকরা ২৬ ভাগ মনে করেন এ ব্যবস্থা কাজ করছে। অবৈধ অভিবাসীদের জন্য একটি সিস্টেম দাঁড় করার পক্ষে মত দেন শতকরা ৮৮ ভাগ লাতিন ভোটার। ফক্স নিউজের ওই জরিপ পরিচালনা করা হয় ফোনে। ৭ই আগস্ট থেকে ১০ই আগস্ট সময়ের মধ্যে তা পরিচালিত হয়। এতে তথ্য সংগ্রহ করা হয় ৮০৩ জন নিবন্ধিত লাতিন ভোটারের কাছ থেকে। এর মধ্যে শতকরা ৬০ ভাগ নিজেদের পরিচয় দেন ডেমোক্রেট এবং শতকরা ২১ ভাগ রিপাবলিকান বলে পরিচয় দেয়।