এবিএনএ : মহামারি করোনার প্রকোপ ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকলেও ব্যাংক লেনদেন চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বুধবার বিকাল ৪টার দিকে জানান, সরকার ঘোষিত প্রজ্ঞাপনে ব্যাংকিং সেবা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন আকারে ব্যাংকের নির্বাহী পরিচালকদের নির্দেশনা জানানো হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের আনষাঙ্গিক দাপ্তরিক কাজের জন্য ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। একারণে রবিবার থেকে নতুন নিয়মে ব্যাংকিং লেনদেন চলবে।